‘এসো আলো ছড়াই শেরপুরে’ এ প্রতিপাদ্যে শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল শেরপুর হাফ ম্যারাথন-২০২৫। শুক্রবার ভোরে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার ও ১ কিলোমিটার- এ চারটি ক্যাটাগরিতে অংশ নেন দেশ-বিদেশ থেকে আসা ও স্থানীয় ৭ শতাধিক রানার। এ হাফ ম্যারাথন জেলার পর্যটনের উন্নয়নে ও জনসচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন অংশগ্রহণকারী রানাররা। প্রতিযোগিতায় শিশু, শারীরিক প্রতিবন্ধী, বেদে পল্লী, তৃতীয় লিঙ্গের মানুষসহ সমাজের পিছিয়ে পড়া মানুষদের অংশগ্রহণ আলাদা নজর কাড়ে।
ম্যারাথনে অংশ নেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে শেরপুর-২ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, বিএনপি নেতা মো. হযরত আলী, শেরপুর-১ (সদর) আসনের বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, জেলার বিশিষ্ট সমাজসেবক,ডায়াবেটিক সমিতির সভাপতি ও ম্যারাথনের সমন্বয়ক রাজিয়া সমাজ ডালিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও স্পন্সর জাকির হোসেন বাচ্চুসহ আরও অনেকে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার হিসেবে মেডেল, ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন আয়োজক এবং আমন্ত্রিত অতিথিরা।