আজ বাংলাদেশের প্রথম হানাদার মুক্ত দিবস ১৪ নভেম্বর পালনার্থে ভূরুঙ্গামারীতে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। প্রথমে হাফেজ মোঃ আব্দুল আলিমের কোরান তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড আহবায়ক মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। মুক্তিযোদ্ধা সন্তানের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন রফিকুল হাসান রন্জু। আলোচনা সভায় মুক্তিযুদ্ধের বিষয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক। এছাড়াও ভূরুঙ্গামারী বাংলাদেশের প্রথম হানাদার মুক্ত দিবস ১৪ নভেম্বর পালন উপলক্ষে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক। অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মুক্তিযুদ্ধের এবং ভূরুঙ্গামারী স্বাধীন হওয়ার ইতিহাস বর্ননা করতে গিয়ে বলেন, বাংলাদেশের মধ্যে ভূরুঙ্গামারী হচ্ছে মুক্তিযোদ্ধাদের ২য় স্থান কেননা এ উপজেলায় ৯৬০ জন মুক্তিযোদ্ধা। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ করা হয়।