হাতিয়ায় মাছ ঘাটের উদ্বোধন

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০২:৪৯ এএম
হাতিয়ায় মাছ ঘাটের উদ্বোধন

হাতিয়ায় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র সূর্যমুখী ঘাট এলাকায়  মৎস্যজীবী ও জেলেদের সার্বিক যোগাযোগ এবং  ব্যবসায়িক সুবিধার্থে বড় পরিসর নিয়ে প্রকৌশলী মোহাম্মদ  ফজলুল আজিম মাছ ঘাটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রকৌশলী ফজলুল আজিম মাছ ঘাট সমিতির সভাপতি আহসান উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  সূর্যমুখী দঃ বাজার ফজুলল আজিম মৎস্য ঘাট সমিতির প্রায় ৪০ জন সদস্যদের উদ্যোগে দুই একর জমির উপর এ মাছ ঘাটে বিশেষ দোয়া মাহফিলের পর নির্মাণ কাজের উদ্বোধন করেন  সমিতির নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার  কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন হাতিয়া রহমানিয়া মাদ্রাসার শিক্ষক কাজী আব্দুর রহিম,  পৌর সভা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক মমিন উল্যাহ রাসেল, ছাত্রদল নেতা খন্দকার আরমান, পৌরসভা  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খন্দকার সোহেল  সহ দলীয় নেতাকর্মী ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ। 

আপনার জেলার সংবাদ পড়তে