নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

এফএনএস (মোঃ আব্দুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ): | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৫:৪৩ পিএম
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় সমিতির সদস্য, সুধী ও মিডিয়াকর্মীদের অংশগ্রহণে "কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, শৃংলাই জীবন" এ শ্লোগানে একটি র‌্যালী পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল ডায়াবেটিক সমিতি কার্যালয়ে আলোচনাসভায় মিলিত হয়। নাচোল ডায়াবেটিক সমিতির সভাপতি  আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবঃ অধ্যক্ষ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওববাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইন্চার্জ (ওসি) শহিদুল ইসলাম, নাচোল খ. ম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নাচোল মুিন্স হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলে হুদ্দীন, প্রভাষক নুরকামাল, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক সাাইদুর রহমান, নাচোল সরকারি কলেজের অবঃ গ্রন্থাগারিক ও প্রাবান্ধিক আলাউদ্দিন আহাম্মেদ বটু, নাচোল পৌর বিএনপির সাবেক সেক্রেটারী দুরুল হোদা। এছাড়াও ডায়াবেটিস সম্পর্কে “সচেতনতা ও নিয়ন্ত্রণই সুস্থতার মূল”অবলম্বনে সমিতির নির্বাহী চিকিৎসক ডাঃ আব্দুর রব সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। এদিন ডায়াবেটিকস রোগীদের ফ্রী চিকিৎসাসেবা ও উন্নতমানের খাবার সরবরাহ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে