ভারতের বিপক্ষে ১৫৯ রানেই গুটিয়ে গেলো প্রোটিয়াদের ইনিংস

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:১৩ পিএম
ভারতের বিপক্ষে ১৫৯ রানেই গুটিয়ে গেলো প্রোটিয়াদের ইনিংস

২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের শুরুতেই হোঁচট খেল দক্ষিণ আফ্রিকা। জাসপ্রিত বুমরাহর বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল বিশ্ব চ্যাম্পিয়নরা। কলকাতা টেস্টের প্রথম দিনই ১৫৯ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। পরে ১ উইকেটে ৩৭ রান তুলে দিন শেষ করেছে ভারত। হাতে ৯ উইকেট নিয়ে তারা পিছিয়ে ১২২ রানে। ১৪ ওভারে ৫ মেডেনসহ স্রেফ ২৭ রান ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। দুটি করে নিয়েছেন মোহাম্মাদ সিরাজ ও কুলদিপ ইয়াদাভ। দক্ষিণ আফ্রিকার ইনিংসে ত্রিশোর্ধো ইনিংস স্রেফ একটি, আইডেন মার্করামের ৪৮ বলে ৩১। ইডেন গার্ডেন্সে টসজয়ী দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের শুরুটা মন্দ ছিল না। উদ্বোধনী জুটিতে আসে ৫৭ রান। রায়ান রিকেলটনকে বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন বুমরাহ। প্রোটিয়াদের ত্রিশোর্ধো জুটি আর একটি। চতুর্থ উইকেটে টনি ডি জর্জি আর উইয়ান মুল্ডারের ৮৩ বলে ৪৩। দুজনই আউট হন ঠিক ২৪ রান করে। মুল্ডারকে এলবিডব্লিউ করেন কুলদিপ, ডি জর্জিকে বুমরাহ। মাঝে আউট হন অধিনায়ক টিম্বা বাভুমা (৩) ও মার্করাম।  ১৩ রানে শেষ ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। ৭৪ বলে ১৫ রানে অপরাজিত থেকে যান ত্রিস্তান স্টাবস। পরে দারুণ ফর্মে থাকা ইয়াসভি জয়সাওয়ালকে বোল্ড করে ভারতের শুরুটা নড়বড়ে করে দেন মার্কো ইয়েনসেন। দারুণ ফর্মে থাকা জয়সওয়াল ফেরেন ২৭ বলে ১২ রান করে, বোল্ড হয়ে। দিনের বাকি সময় দাঁতে দাঁত চেপে পার করে দেন লোকেল রাহুল (৫৯ বলে ১৩*) ও ওয়াশিংটন সুন্দর (৩৮ বলে ৬*)।