রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। একই সঙ্গে ৩৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী ১৭ নভেম্বরকে কেন্দ্র করে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল।
জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির একটি কারখানায় শুক্রবার বিকেলে অভিযান চালায় পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযান চালিয়ে সেখান থেকে ৩৫টি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান, বিস্তারিত পরে জানানো হবে।”