সেনবাগে জয়নুল আবদিন ফারুকের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:১৫ পিএম
সেনবাগে জয়নুল আবদিন ফারুকের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখাালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপি মনোনিত ধানের শীর্ষের প্রাথী জয়নুল আবদির ফারুকের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ডমুরুয়া ইউপির ১ ,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জননেতা জয়নুল আবদিন ফারুক।

ডমুরুয়া জাফর আহম্মদ চৌধুরী বালিকা বিদ্যালয়ের অডিটোররিয়ামে উপজেলা মহিলা দলের সভাপতি সুফিয়া আক্তার মনি মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটেরায়ারী, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউসুফ মজুমদার , পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ শহীদ উল্লাহ, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হান্নান লিটন,ডমুরুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ডমুরুয়া ইউনিয়র বিএনপির সভাপতি জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক , কেশারপাড়  ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম চৌধুরী, সেক্রেটারী সানজিদ কামাল, কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মেম্বার, সেক্রেটারী আবুল বাশার লিটন, ছাতাপাইয়া ইউনিয়র বিএনপির সভাপতি আবুল খায়ের সেক্রেটারী,আরিফুর রহমান, অজুনতলা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী হারুর অর রশিদ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে