রাজশাহী-৫ আসনে

নেতাদের স্বার্থে বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে কাজ করছে

এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) : | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০১:০৫ পিএম
নেতাদের স্বার্থে বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে কাজ করছে

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে দলীয়ভাবে মনোনয়ন দিয়েছেন। কিন্তু কিছু দলীয় স্বার্থবাদী বিএনপির নেতার ইন্ধনে সম্ভাব্য প্রাথীর বিরুদ্ধে দলের অভ্যন্তরে দ্বন্দ্বের সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী এবং তার সমর্থকরা। এ আসনে মনোনয়ন বঞ্চিতরা হলেন, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য ও  উপজেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা,রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুকুনুজ্জামান আলম, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইশফা খায়রুল হক শিমুল, ও (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সাবেক প্রয়াত এমপি নাদিম মোস্তফার ছেলে জুলকার নাঈম মোস্তফা বিস্ময়। এদিকে মনোনয়নবঞ্চিত হয়ে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য মাহমুদা হাবিবা ১৩ নভেম্বর বানেশ্বরে দলীয় সমাবেশে নিজে উপস্থিত হয়ে তার নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন,দলীয় মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সে আরো বলেছেন, এবারের নিবার্চন একটু কঠিন হবে। জনাব তারেক রহমানের সিদ্ধান্তের বাহিরে যাওয়া যাবে না। তাই আমি দলীয় প্রার্থীর পক্ষে রয়েছি। নিজে কাজ করছি এবং নেতাকর্মীদের কাজ করার আশেদ দিয়েছি। ৩ নভেম্বর সম্ভাব্য প্রাথী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে দলীয় মনোনয়ন দেওয়ার পর তিনটি স্থানে সভা-সমাবেশ সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন কিছু নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, অন্যান্য মনোনয়ন বঞ্চিতরা প্রার্থীরা প্রকাশ্যে জনসমক্ষে এসে সম্ভাব্য প্রার্থী বিরুদ্ধে কোনোরকম দলীয় বিবৃতি দিচ্ছেন না। কিন্তু তাদের নেতাকর্মী ও সমর্থকরা প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানার মতপ্রকাশ করছে। একাধিক বিএনমপির নেতাকর্মীরা বলছেন, বিএনপির গুলশানের অফিসে গিয়ে কেন্দ্রীয় কমিটির নিকটে দলীয় প্রার্থীর পক্ষে করা করার জন্য মনোয়ন প্রত্যাশীরা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। কিন্তু এখন দলীয় কমিটির আদেশ অমান্য করে তাদের পক্ষের নেতাকর্মীদের ইন্ধন দিয়ে দলের ভিতর দ্বন্দ্বের সৃষ্টি করছে। বেলপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আব্দুর রাকিব বলেন,তৃণমূল হতে যাচাই-বাছাই করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় কমিটি সিদ্ধান মোতাবেক অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে মনোনয়ন দেওয়া হয়েছে। সে একজন অত্যন্ত সৎ ও ভদ্র মানুষ। তার বড় ভাই আঃ সাত্তার মন্ডল এ আসনে সাবেক এমপি ছিলেন। তার পরিবার বিএনপির সৃষ্টির জন্ম লগ্ন হতে বিএনপির রাজনীতি করে আসছেন। মন্ডল সাহেব নিজেও  ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির প্রার্থী ছিলেন। বানেশ্বর ইউনিয়নর বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান বানেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান আঃ রাজ্জাক দুলাল বলেন, নজরুল ইসলাম মন্ডল দুইবার এমপি ভোট করে ভিভিন্নভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। তার দলের পিছনে অনেক ত্যাগ রয়েছে। দলীয় কিছু নেতার নিজেদের স্বার্থ হাসিলের জন্য (পুঠিয়া-দুর্গাপুর) আসনের কিছু নেতাকর্মীদের দিয়ে প্রার্থী বিরুদ্ধে কথা বলাচ্ছেন। কয়েক দিনের ভিতরে ইতোধ্যে অনেক নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে কাজ করছেন। আমরা আশা করছি কিছু দিনের ভিতরে নেতাকর্মী সমর্থকরা তাদেরর ভুল বুঝতে পেরে দ্রুত দলীয় প্রার্থীর পক্ষে কাজ শুরু করবেন। 

এ ব্যাপারে (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, দেশের ত্রুান্তিলগ্নে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তারেক রহমানের আদেশ পালন করে দেশকে এগিয়ে নিতে হবে। আর আমরা ঐক্যবদ্ধ হতে না পাড়লে, পুঠিয়া-দুর্গাপুরের মানুষর পিছিয়ে পড়বো।

আপনার জেলার সংবাদ পড়তে