শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া রাহাতন নেছা  গার্লস স্কুল  এন্ড কলেজে  শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্ঠির  উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।  উক্ত আলোচনা সভায় শৈলকূপা আঞ্চলিক কথা কওয়া গুষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান কোয়েলের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডাক্তার  রাশেদ আল মামুন, শোলকূপো আঞ্চলিক কথা কওয়া গুষ্টির প্রধান পরামর্শক   ইব্রাহিম খলিল,কথা কওয়া গুষ্ঠীর এডমিন গোলাম ফারুক ও সাকিবুল ইসলাম সজীব। প্রধান অতিথি তার  বক্তব্যে বলেন শোলকূপো আঞ্চলিক কথা কওয়া গুষ্ঠীর সদস্যরা নিয়মিতই ভালো ভালো কাজ করে থাকে। তারা শৈলকূপা হাসপাতালে সাপে কাটা রোগীদের বাঁচানোর জন্য ভ্যাকসিন সংগ্রহ করে দিয়েছেন রাস্তার পাশে তালগাছের চারা রোপন করা,সমাজের বিভিন্ন অসহায় মানুষের সহযোগিতা করা সহ উন্নয়নমূলক কাজ করেছন। আলোচনা সভা শেষে  সকাল ৯ টা থেকে রোগী দেখার   এ ক্যাম্পিং শুরু  হয়। এখানে ৬জন চিকিৎসক   এলাকার  প্রায় পনেরশ অসুস্থ রোগীদের বিনামূল্যে  চিকিৎসা পত্রসহ বিভিন্ন ওষুধ  বিতারন করেন। এ ব্যাপারে শোলকূপো কথা কওয়া গুষ্টির এডমিন গোলাম ফারুক জানান এই সংগঠনটি প্রতিষ্ঠিত লগ্ন থেকেই  সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে।  তিনি আরো বলেন যত সময় এখানে রোগী আছে ডাক্তাররা তত সময় তাদের সেবা দেবে।

আপনার জেলার সংবাদ পড়তে