তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অভিপ্রায়ে জামালপুরে দায়ের করা উষ্কানীমূলক, ত্রাস, নৈরাজ্য ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করার বক্তব্য প্রদান মামলায় রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ৭ জন নেতাকে অব্যাহতি দিয়ে সকাল কার্যক্রম স্থগিত করেছে আদালত। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে জামালপুর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তানজিনা আক্তার এই আদেশ দেন। মামলায় আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো ওয়ারেছ আলী মামুন, জলবায়ূ বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল,জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল মো: হারুন অর রশিদকে আসামী করে মিথ্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন বাদীপক্ষ আদালতে স্বাক্ষী উপস্থাপন করতে না পারায় আদালত মামলার সকল কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে আসামীদের অব্যাহতি প্রদানের আদেশ দেন আদালত। এ সময় আদালতে এই মামলার অন্যতম আসামী কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো:ওয়ারেছ আলী মামুন উপস্থিত থাকলেও অন্যরা উপস্থিত ছিলেন না। অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন জানান, রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এই মামলাটি দায়ের করা হয়েছিলো।