শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০৩:২০ পিএম
শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। 

শনিবার( ১৫নভেম্বর)সকালে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ  ইউনিয়নের রাগৈ গ্রামে কৃষি জমি হতে ভেকুর মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ভেকুর মালিককে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয় এবং ভেকুটি অপসারণ করা হয়।  উক্ত অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যগণ।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  হিল্লোল চাকমা  জানান,বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে