শায়েস্তাগঞ্জে শনিবার জহুর চান বিবি মহিলা কলেজে ইন হাউজ ট্রেনিং সম্পন্ন হয়েছে । কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শনিবার সকালে প্রশিক্ষণ উদ্বোধন করেন ।
শিখন শেখানো পদ্ধতির কলাকৌশল বিষয়ে প্রভাষক মো. শাহীন মিয়া, শ্রেণি ব্যবস্থাপনা, মনোযোগ ও প্রেষণা বিষয়ে প্রভাষক মো. রকিবুল ইসলাম, সৃজনশীল পদ্ধতি ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ট্রেনিং সেশন পরিচালনা করেন।
এই ইন হাউজ ট্রেনিং শিক্ষকদের আত্মশক্তি, আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের জন্য শিখন শেখানো কাজে প্রস্তুত করতে অনুপ্রেরণা যোগাবে।