আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ ( পাইকগাছা -কয়রা) আসনে বিএনপির ধানের শীষ প্রতিকের মনোনিত প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বরদের সাথে মত বিনিময় করেছেন। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় কয়রা সদর ইউনিয়নে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য মনিরুল হাসান বাপ্পী উপস্থিত ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের কাছে ভোট প্রার্থনা করার পাশাপাশি সার্বিক সহযোগিতা কামনা করেন। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, মোস্তাফিজুর রহমান, মোঃ মহররম ফকির, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল মীর, জেলা মহিলা দল নেত্রী নিঝুম সুলতানা, উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, হরেন্দ্রনাথ সরকার, আবুল কালাম শেখ, মিজানুর রহমান কোহিনূর, মাসুম বিল্লাহ, শফিকুল ইসলাম সানা, নাজমুচ্ছাদাত, আবু হুরাইরা খোকন, সেলিনা আক্তার লাইলী, শাহানারা খাতুন, মুর্শিদা আক্তার প্রমুখ।