তরুণদের মাদকাসক্ত থেকে বিরত রাখার প্রত্যয় নিয়ে সাগর পাড়ে যাত্রা করল কক্স এরিনা। সৈকত বহুমুখী সমবায় সমিতির আবাসিক এলাকায় কক্স এরিনার গ্রান্ড ওপেনিং করেন কক্সবাজারের ক্রীড়াবিদেরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজপতি আলহাজ্ব আব্দুস সবুর, সৈকত পাড়া সমাজ কমিটির সভাপতি শরাফত উল্লাহ বাবুল, রাজনীতিবিদ শরিফুল ইসলাম বাবুল,আব্দুস শুক্কুর আজাদ, শেখ আব্দুল্লাহ, মোহাম্মদ মনির সরোয়ার উদ্দিন, মো:জুনায়েদ, মো: ফরহাদ, সেলিম নেওয়াজ উদ্দিন, ইসমাইল হোসেন ইমরান ও ইয়াসির আরাফাতসহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন কক্স এরিনা কক্সবাজারের ক্রীড়াঙ্গনকে আলোকিত করবে এবং যুবসমাজের সৃজনশীলতা চাঙ্গা রাখবে।
এছাড়া ও টার্ফ গ্রাউন্ডটি শীত-বর্ষা উভয় মৌসুমে খোলা থাকবে তাছাড়া তরুণ প্রজন্মের জন্য ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াবে কক্স এরিনা।
"চল টার্ফত বল খেলায় এই শ্লোগানকে সামনে রেখে তরুণদের একটি অংশ ঘরে বসে কম্পিউটার, মোবাইলে ক্রিকেট ফুটবল খেলে কিন্তু এখন সকল সমস্যা সমাধানের হাতছানি দিতে সাগর পাড়ে কক্স এরিনা।