কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে ১৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ১৫ নভেম্বর, ২০২৫, ০৪:৪৮ পিএম | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০৪:৪৮ পিএম
কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে ১৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ
গাজীপুরের কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এক কৃষকের ৫৪ শতক জমিতে রোপণ করা প্রায় ১৫০টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার ভোরে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক ফজল মিয়া লিখিত অভিযোগে জানান, সে এবং তার ভাই খোকা মিয়ার পৈত্রিক ও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৫৪ শতাংশ জমি প্রতিপক্ষ ফরিদ, রাসেল ও ছানাউল্লাহ গংরা দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখলে নেয়ার পাঁয়তারা করছে। তার জের ধরে গত শুক্রবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সবার অজান্তে তাদের নেতৃত্বে ১৫/১৬ জন দুর্বৃত্ত ছড়াসহ কলাগাছ গুলো কেটে দিয়েছে। এবার কলার আবাদও ভালো হয়েছে, কিছুদিনের মধ্যে কলাগুলো পরিপক্ব হতো। এরইমধ্যে কলা খেত কেটে দিলো দুর্বৃত্তরা। এতে তার ৫০ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানান। ইতিপূর্বে ১০ হাজার টাকা মূল্যের একটি আম গাছ কেটে নেয়ারও অভিযোগ রয়েছে। এছাড়া বেশকিছু পেয়ারা ও লেবু গাছ কেটে ফেলে ক্ষতিসাধন করেছে। প্রতিপক্ষের লোকজনের প্রকাশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তারা নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ক্ষতিগ্রস্ত খোকা মিয়ার স্ত্রী পারুল বেগম জানান, প্রতিপক্ষের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তারা জীবননাশের হুমকি দিয়ে বেড়াচ্ছে।আমরা এ অপকর্মের সঠিক বিচার দাবি করছি। ইতিপূর্বে জায়গাজমি সংক্রান্ত বিরোধের মিমাংশায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এব্যাপারে ফজল মিয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্ত ফরিদ ও রাসেলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অভিযোগ পেয়ে থানা পুলিশ শনিবার সকালে সরেজমিনে পরিদর্শন করেন এবং দুই পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র সহ থানায় হাজির হওয়ার জন্য বলেন । তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানান।
আপনার জেলার সংবাদ পড়তে