চাটমোহরে প্রবাসীর স্ত্রী ও শ্বাশুড়িকে মারপিটের অভিযোগ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০৫:০৪ পিএম
চাটমোহরে প্রবাসীর স্ত্রী ও শ্বাশুড়িকে মারপিটের অভিযোগ

পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রী ও শ্বাশুড়িকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। একইসাথে ফুল বাগানের অন্ততঃ ২০টি পাতাবাহারের গাছ কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগি শাহনাজ পারভীন চাটমোহর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

থানায় দায়ের করা অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে,সম্প্রতি অমৃতকুন্ডা গ্রামের জাপান প্রবাসী ইউসুফ আলমের স্ত্রী শাহনাজ পারভীন তার ফুলের বাগান পরিস্কার করছিলেন। এসময় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের ইউনুস আলীর ছেলে ইমরান হোসেন ও আজিমুদ্দিনের ছেলে আল আমিন এসে শাহনাজকে অকথ্য ভাষায় গারিগালাজ করে। শাহনাজ গালাগালি করতে নিয়েষ করলে আল আমিন শাহনাজকে কোপ দিতে উদ্যত হয়,শাহনাজের মা আলেয়া বেওয়া এসে বাধা দিলে আল আমিন ও ইমরান দু’জনকেই মারপি করে চলে যায়। খবর পেয়ে বাড়ির কেয়ারটেকার আবু বকর সিদ্দিক এসে আহত আলেয়া বেওয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শাহনাজ পারভীনকে বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে শাহনাজ পারভীন চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এদিকে শাহনাজ পারভীন ও কেয়ার টেকার আবু বকর সিদ্দিক অভিযোগ করে বলেন,কোন কারণ ছাড়াই ইমরান ও আল আমিন এসে গালিগালাজ করাসহ মারপিট করে। থানায় অভিযোগ করার পর নানাভাবে হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। তারা জানান,দীর্ঘদিন ধরেই ইমরান হোসেন নানাভাবে হয়রানী করাসহ মিথ্যে মামলা দিয়ে অপদস্থ করার অপচেষ্টা করছে। আমরা সুষ্ঠু বিচার চাই।

আপনার জেলার সংবাদ পড়তে