চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্ম সচিব) এর পদোন্নতিজনিত বদলিতে বিদায় সংবর্ধনা জানিয়েছে চাঁদপুর জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
শনিবার (১৫ নভেম্বর, ২০২৫) ইং তারিখ বেলা বারোটার সময় পুরাণবাজার চেম্বার ভবনে চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র এ আয়োজন অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ও চাঁদপুর চেম্বার এর সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়। সহ সভাপতি তমল কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌর প্রশাসক ও ডিডি এলজি মো. গোলাম জাকারিয়া। আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সদস্য মো.ফারুক হোসেন মৃর্ধা,চাঁদপুর চেম্বারের
পরিচালক লিয়াকত হোসেন পাটোয়ারী, পরেশ চন্দ্র মালাকার,নাজমুল আলম পাটওয়ারী, গোপাল সাহা, চাঁদপুর রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ প্রমুখ।
এসময়, ক্লিন চাঁদপুরের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ,চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, ব্যবসায়ী হাজী শাহজালাল শেখ, আনিছ বেপারি, আসলাম তালুকদার, নারায়ন স্টোরের গোবিন্দ সাহা,দয়াময় ভান্ডারের প্রমোদ দাস,রাজলক্ষ্ণীর শম্ভুনাথ সাহা,হাজি এন্টারপ্রাইজের ইমদাদ আহমেদ শেখসহ ব্যবসায়ী বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাও. আব্দুর রহমান ও গীতা পাঠ করেন ব্যবসায়ি কালা চাঁদ বণিক। আলোচনা পর্ব শেষে বিদায় জেলা প্রশাসককে ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
বিদায়ী সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন,চাঁদপুর চেম্বারে যারা আছেন তাদেরকে নারায়ণগঞ্জ চট্টগ্রামের মত স্বপ্ন দেখতে হবে। শুধু সাধারণ ব্যবসা-বাণিজ্য করলেই চলবে না তিন নদীর মিলনস্থল এই চাঁদপুর দেশের অন্যতম নদীবন্দর। এখানে সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তাই আমি বলব উদ্যোক্তাদের এগিয়ে আসতে। ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা না হলে নদী বন্দর কেন্দ্রিক ব্যবসায়ী প্রসার ঘটবে না। আমার চেষ্টা ছিল শুধু ব্যবসায়ীগণ নয়,সকল সেক্টরকে জাগিয়ে তোলতে। আমাকে চাঁদপুরের ব্যবসায়ী মহল বিদায় বেলায় যে সংবর্ধনা জানিয়েছে তাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ৫ ই আগস্ট এর পরবর্তী বাংলাদেশে আমরা চাঁদপুরে এমন একজন জেলা প্রশাসক কে পেয়েছি। তার সাহসিকতা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে কর্মক্ষেত্রের সর্বস্তরের মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।
সততা, সাহসিকতা, দক্ষতা, মানবিকতা ও উদ্ভাবনী মনোভাবের উজ্জ্বল এক দৃষ্টান্ত মোহাম্মদ মোহসীন উদ্দিন। তার বিদায় আমাদের কাছে আনন্দের। কারণ, তিনি পদোন্নতি পেয়ে মন্ত্রণালয়ে যাচ্ছেন। আমরা তাহার উত্তরোত্তর আরো সফলতা কামনা করছি।