সিলেট সদরের খাদিমনগর চা বাগানের খাস জমিতে গড়ে ওঠা অন্তত ৩০টি অবৈধ ভবন উচ্ছেদ করেছে প্রশাসন। এসময় অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এসব স্থাপনা ভাঙচুর করা হয়। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন জাল দলিল লেখক শাহজাহান ওমর এবং চা বাগানের সাবেক ম্যানেজার, যিনি জালিয়াত চক্রের মূল হোতা বলে জানা গেছে। তবে অভিযানের সময় ইউএনও তাৎক্ষণিকভাবে ওই সাবেক ম্যানেজারের নাম জানাতে পারেননি।
এর আগে শুক্রবার বিকেলে আরও একটি অভিযানে জালিয়াত চক্রের অন্যতম প্রধান সদস্য মোজাম্মেল হোসেন লিটন (৩৮)-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বাগানের সাবেক ম্যানেজারসহ শাহজাহান ওমর ও লিটনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী জালিয়াত চক্র খাস জমি দখল করে ভুয়া দলিল তৈরি ও বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে বাগান শ্রমিকদের উচ্ছেদের অভিযোগও রয়েছে।
ইউএনও খোশনূর রুবাইয়াত বলেন, “অভিযানে অস্ত্র ও প্রচুর মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।