সুনামগঞ্জের চিনাউড়া এলাকার আনারস বাগানে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ‘বিজলী কৃষি’ অন্তর্ভুক্তির দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ সমাবেশে কৃষক, তরুণ ও পরিবেশ কর্মীরা অংশ নিয়ে কৃষিজমিতে সোলার বিদ্যুৎ উৎপাদনের নীতিমালা প্রণয়নের জোর দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অধিকাংশ ভূমি কৃষিজমি হওয়ায় বৃহৎ পরিসরে সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা কঠিন। তবে কৃষিজমির উপরে বা মাঝখানে সোলার প্রযুক্তি বসিয়ে জমির উৎপাদন বজায় রেখেই ছোট আকারে বিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে ‘বিজলী কৃষি’ কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তারা উল্লেখ করেন।
হাউস-এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক একে কুদরত পাশা এবং বিশ্বজন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কর্ণবাবু দাস প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ‘বিজলী কৃষি’কে অন্তর্ভুক্ত করা হলে একদিকে কৃষির উৎপাদন বাড়বে, অন্যদিকে দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় টেকসই সমাধান তৈরি হবে। এ জন্য দ্রুত নীতিগত সিদ্ধান্ত ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।