মোল্লাহাটে দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি বাগানের শতাধিক গাছ কাটার অভিযোগ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:৫৫ পিএম
মোল্লাহাটে দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি বাগানের শতাধিক গাছ কাটার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে মাওলানা আবু হানিফ নোমানের বাগানের প্রায় শতাধিক গাছ কেটে ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত ১২ নভেম্বর রাতে উপজেলার কাহালপুর পশ্চিম পাড়া এলাকায় ঢাকা-খুলনা পুরাতন সড়কের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মাওলানা আবু হানিফ নোমান। তিনি জানান, ঢাকায় ব্যবসায়িক কাজে অবস্থানের সুযোগে দুর্বৃত্তরা তার ক্রয়কৃত বাগানের নারিকেল, সুপারি, কাঁঠাল, কলাগাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে ফেলে। খবর পেয়ে তিনি বাড়িতে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন।

মাওলানা নোমান বলেন, “এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডে আমি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি-দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।”

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল হক বলেন, “অভিযোগ অনুযায়ী তদন্ত চলছে। প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে