দৌলতপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:৫৮ পিএম
দৌলতপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার অসহায় মানুষের জন্য মানবিক উদ্যোগ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দৌলতপুর উপজেলার দুর্গম উদয়নগর চর এলাকায় এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে শনিবার অনুষ্ঠিত এই ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ মোট ১৩৫ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

বিজিবির বিশেষজ্ঞ মেডিকেল টিম পরিচালিত এই ক্যাম্পে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয় বয়স্ক রোগী, শিশু ও নারীদের স্বাস্থ্য জটিলতাকে। সীমান্তবর্তী এলাকার ভৌগোলিক দুর্গমতা এবং চিকিৎসা সেবার স্বল্পতার কারণে এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সন্তুষ্টি সৃষ্টি করে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষাই নয়; সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” স্থানীয়রা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পাওয়ায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করন।

আপনার জেলার সংবাদ পড়তে