ড্যাফোডিলে ৬৪ জেলার মেলায় খুলনার হয়ে লড়বে দিঘলিয়ার শিক্ষার্থী আবির

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৪০ পিএম
ড্যাফোডিলে ৬৪ জেলার মেলায় খুলনার হয়ে লড়বে দিঘলিয়ার শিক্ষার্থী আবির

বাংলাদেশের দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও বিখ্যাত পণ্যের প্রদর্শনী নিয়ে আবারও জমজমাট আয়োজন করতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগ এবছরে ব্র্যাক ব্যাংক পিএলসির সাথে যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

গত বছরের সফলতার ধারাবাহিকতায় আগামী ২৩শে নভেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ প্রদর্শনী যার নাম দেওয়া হয়েছে ''ঐতিহ্যের হাট ব্র্যান্ডিং বাংলাদেশ"।

খুলনা জেলা অ্যাসোসিয়েশনের স্লোগান "সুন্দরবন বাঁচাও  দেশ বাঁচাও"।

এই আয়োজনে ৬৪টি জেলার মধ্যে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বিশেষ প্রস্তুতি নিয়েছে খুলনা জেলা অ্যাসোসিয়েশন। তারা এবারের মেলায় সুন্দরবনের গুরুত্ব অনুধাবন করিয়ে স্লোগান দিয়েছে সুন্দরবন বাঁচাও, দেশ বাঁচাও।

খুলনার ঐতিহ্যকে তুলে ধরতে তাদের স্টলে থাকবে সুন্দরবনের খাঁটি মধু বিখ্যাত চুইঝালের গরু ও হাঁসের মাংস, গলদ, বাগদা চিংড়ির মালাইকারী গ্রামীণ ঐতিহ্যের শীতের রুটি পিঠা এবং সুন্দরবনের অন্যতম ফল গোলফল সহ নানান ধরনের আয়োজন। খুলনা জেলা অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর যে এই আয়োজনের মাধ্যমে তারা ৬৪ জেলার মধ্যে খুলনাকে এগিয়ে নিয়ে যাবে। উদ্যমী নেতৃত্ব ও শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টায়

খুলনা জেলা অ্যাসোসিয়েশনের এজিএস (অংংরংঃধহঃ এবহবৎধষ ঝবপৎবঃধৎু) বি এম আবির হাসান। যিনি দিঘলিয়ার একজন মেধাবী শিক্ষার্থী এবং পরপর দুইবার(এসএসসি ও এইসএসসি) জিপিএ-৫ পেয়ে উপজেলা প্রশাসন কর্তৃক পুরস্কৃত হয়েছিলেন। বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

এসোসিয়েশনের লক্ষ্য  তাদের দলকে চ্যাম্পিয়ন করা। এ লক্ষেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আবির। তিনি ২০২৫-২০২৬ এক্সিকিউটিভ কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আবির তার শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান বি.এন অ্যাংকোরেজ স্কুল, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, এবং সরকারি ব্রজলাল কলেজ, খুলনা থেকে পাওয়া শুভেচ্ছা ও শুভ কামনার কথা জানিয়েছেন। তিনি বলেন, খুলনা জেলা অ্যাসোসিয়েশন ড্যাফোডিলের বুকে এক টুকরো খুলনাকে রিপ্রেজেন্ট করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

বি এম আবির হাসান জানান, এই পথচলায় অ্যাসোসিয়েশনের সিনিয়র নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা রেখেছেন। যাদের মধ্যে রয়েছেন, সভাপতি মোঃ ফাহিম হোসেন, সাধারণ সম্পাদক: কাজী রোহানুজ্জামান মিহাল সহ সভাপতি শেখ রওশান খালিদ, শেখ সিফাত, শেখ রাফসান সহ রাসেল মোল্লা, সুমাইয়া আজাদ কেয়া, অপি রানি দাস প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে