চন্দনাইশে মিষ্টি কুমড়ার ভালো ফলন

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০১:১৫ পিএম
চন্দনাইশে মিষ্টি কুমড়ার ভালো ফলন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা দোহাজারীস্থ শঙ্খ নদীর তীর ও তৎসংলগ্ন চরে মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়েছে।  বাজারে ভালো দাম  পাওয়ায় কৃষকরা খুশী। কেজি হিসেবে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ৪০/৫০ টাকা দরে। এখানকার কৃষকদের উৎপাদিত মিষ্টি কুমড়া এলাকার চাহিদা মিটিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করে কৃষকরা লাভবান হচ্ছে। শঙ্খ নদীর তীরে  মিষ্টি কুমড়া চাষি হোসেন আহমদ জানান  এবার ৪০শতক জমিতে মিষ্টি কুমড়ার চাষ করেছেন। আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও ভালো হয়েছে। এতে তিনি খরচ পুষিয়ে ভালো লাভবান হবেন বলে আশা পোষণ করেন।  চন্দনাইশ উপজেলা কৃষিবিদ আজাদ হোসেন  - কৃষকরা বিভিন্ন সবজি চাষাবাদ করে লাভবান হতে পারে সেই ব্যাপারে কৃষকদের পরামর্শ দেওয়া হয় বলে  জানান। 

আপনার জেলার সংবাদ পড়তে