নীলফামারীতে অবশেষে দখলমুক্ত হলো বিদ্যালয়ের জমি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৫:০৩ পিএম
নীলফামারীতে অবশেষে দখলমুক্ত হলো বিদ্যালয়ের জমি

নীলফামারীর ডোমারে অবশেষে দখল মুক্ত হল শিক্ষা প্রতিষ্ঠানের জমি। উপজেলার পশ্চিম বোড়াগাড়ি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমি দীর্ঘদিন দখলে রেখেছিল একটি চক্র। অথচ ওই জমি জাতীয় শিক্ষা বোর্ড থেকে বরাদ্দ ছিল স্কুলের নামে।

গত শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটি,স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সমন্বিত উদ্যোগে জমি পুনরুদ্ধার করা হয়। দখলমুক্ত জমির ওপর নতুন বিদ্যালয় ভবন নির্মাণের কার্যক্রমও বর্তমানে দ্রুতগতিতে এগোচ্ছে।

সূত্র জানায়,বিদ্যালয়ের ওই জমি দীর্ঘদিন কিছু প্রভাবশালী ব্যক্তির দখলে থাকায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছিল। সালিশ-বৈঠক ও আলোচনার পরও জমি না ছাড়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। পরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে জমি দখলমুক্ত করে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান বাবু বলেন,শিক্ষার পরিবেশ ঠিক রাখতে বিদ্যালয়ের জমি দখলমুক্ত করা জরুরি ছিল। তাই এলাকাবাসীর সহযোগিতায় জমি উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন,ভবন নির্মাণের নকশা অনুমোদন হলে  নির্মাণ কাজ শুরু করা হবে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল আহমেদ বলেন, এটি শিক্ষার্থীদের জন্য বড় অর্জন। আগে ভাড়া করা বারান্দায় ক্লাস নিতে হতো। এখন নিজস্ব ভবন হলে সেই সমস্যার অবসান হবে।

আপনার জেলার সংবাদ পড়তে