রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা

এফএনএস (রুপম ভট্টাচার্য; চট্টগ্রাম) : | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৬:৪৯ পিএম
রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা

সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার ঢেমশা এলাকায় রেললাইনের ওপর গাছ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত তা সরিয়ে নেন রেলের নিরাপত্তাকর্মীরা। জানা গেছে, সাতকানিয়া রেলস্টেশনের এক কিলোমিটার দক্ষিণে উপজেলার ঢেমশা ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ওপর গাছের কিছু ডালপালা ছড়িয়ে-ছিটিয়ে রাখে দুর্বৃত্তরা। ভোর ৬টার দিকে বিষয়টি জানতে পারে রেল কর্তৃপক্ষ। এর ২০ মিনিটের মধ্যেই রেলের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত তা রেললাইন থেকে সরিয়ে নেন।রেল কর্মকর্তারা জানান, ভোর ৬টার দিকে দুর্বৃত্তরা রেললাইনে গাছ ফেলে গেছে। ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ সাতকানিয়া অতিক্রম করার কথা ছিল। তবে ট্রেনটি ভোর সাড়ে ৫টার পরিবর্তে সকাল ৭টার দিকে সাতকানিয়া স্টেশন অতিক্রম করে। এর আগেই রেললাইন থেকে গাছ সরিয়ে ফেলায় কোনো দুর্ঘটনা ঘটেনি।সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা বলেন, খবর পেয়ে দ্রুত আমরা রেললাইন থেকে গাছে ডালপালা সরিয়ে ফেলি। রেললাইন স্বাভাবিক রয়েছে। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে  জানিয়েছি।সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, রেললাইনের ওপর গাছের ডালপালা কেটে রেখে নাশকতার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। খবর পেয়ে রেলওয়ের নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে