যারা বিএনপির রাজনীতি করে তারা কখনো ধানের শীষের বিপক্ষে কথা বলে না

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ১৬ নভেম্বর, ২০২৫, ০৭:৪৯ পিএম | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৭:৪৯ পিএম
যারা বিএনপির রাজনীতি করে তারা কখনো ধানের শীষের বিপক্ষে কথা বলে না

নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে নির্বাচনী প্রচারনা মিছিল করেছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। রোববার (১৬নভেম্বর) বিকেলে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

লালপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি গণ মিছিল বের করা হয়। মিছিলটি লালপুর তিন ত্রিমোহিনী চত্বর হয়ে  লালপুর থানা মোড় প্রদক্ষিণন শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এসে সমবেত হয়।

মিছিল শেষে বক্তারা বলেন যারা বিএনপির রাজনীতি করে তারা কখনো ধানের শীষের বিপক্ষে কথা বলে না। আমরা লালপুর-বাগাতিপাড়ার মানুষ কোন বিশেষ ব্যাক্তির রাজনীতি করি না, আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি,  বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি করি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি'র মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক  ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল কে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারনায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করা হয়।

এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচনী প্রচার  মিছিলে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু,  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপি'র সম্পাদক রবিউল ইসলাম রবি সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীয় সমর্থক ।

আপনার জেলার সংবাদ পড়তে