আমরা দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া পর্যন্ত অপেক্ষা করবো: টিপু

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৮:২১ পিএম
আমরা দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া পর্যন্ত অপেক্ষা করবো: টিপু

দল যে মনোনয়ন দিয়েছে সেটি প্রাথমিক মনোনয়ন। আমরা দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এই মনোনয়নের বিরুদ্ধে আমি নির্বাচন করতে চাইলে, দল আমাকে বহিষ্কার করে দিবে। কারণ বিএনপি একটি অনেক বড় দল, আমি সাগরের এক ফোঁটা পানির মত, আমাকে বহিষ্কার করলে দলের কোন ক্ষতি হবেনা। আবার এমনও আছে এই বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয়। দল যদি আমাকে মনোনয়ন না দেয়, দল যদি আমাকে বহিষ্কার করে, তাহলে আমি কি নির্বাচন করব ? জনতার উদ্দেশ্যে বলেন আপনারা কি আমার সাথে থাকবেন? এসময় জনসভায় উপস্থিত নারী-পুরুষ তাকে দুই হাত তুলে সমর্থন জানান।

শনিবার বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর এসব কথা বলেন। টিপু আরো বলেন ৪৩ বছর দলের হয়ে কাজ করছি, কখনো পরাজিত হয় নাই। আগামী দিনেও আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ্।

টিপু বলেন- আমার কিন্তু কেউ নাই, দল আমাকে ফেলে দিয়েছে, লালপুর-বাগাতিপাড়ার মানুষ আপনারা আমাকে ফেলে দিবেন না। আমি মৃত্যু পর্যন্ত আপনাদের সঙ্গে থাকতে চাই, আপনাদের সন্তান টিপু হিসাবে থাকতে চাই। এসময় তিনি বলেন- আপনারা দেখুন লালপুর-বাগাতিপাড়া জনতা কি রায় দিয়েছেন।

জিয়াউর রহমান বলেছেন- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ ও জনগণ বড়। আমি ক্ষুদ্র একটি মানুষ, আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমার লালপুর বাগাতিপাড়া মেহনতী মানুষকে জেল জুলুম নির্যাতন থেকে বাঁচাতে নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবো। আমার বিশ্বাস জন্মেছে লালপুর- বাগাতিপাড়াতে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আগামী পার্লামেন্ট নির্বাচনে জনতার প্রার্থী অবশ্যই বিজয়ী হবে।

নিজেকে জিয়া পরিবারের আদর্শের অনুসারী দাবি করে টিপু বলেন, “খালেদা জিয়া আমার মা, তারেক রহমান আমার ভাই ও নেতা। মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত তাঁদের হাতে, তাঁদের সঙ্গেই রাজনীতি করতে চাই। বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শেষ হয় নাই। আমাদেরকে সেই ষড়যন্ত্র মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকারের সভাপতিত্বে গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ,২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, জিয়া পরিষদের সাবেক সভাপতি সাজেদুল ইসলাম হলুদ, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ,

প্রমূখ।

এসময় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামীম সরকার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান,  লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল, বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে