জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলে আমরা স্বাধীন দেশ পেয়েছি: রওনাকুল ইসলাম টিপু

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৮:৩১ পিএম
জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলে আমরা স্বাধীন দেশ পেয়েছি: রওনাকুল ইসলাম টিপু

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর তিনি সেই স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত লাভ করান ও একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলেন। তার সময়েই গার্মেন্টস ফ্যাক্টরী, জনশক্তি রপ্তানী ও বিভিন্ন ধরণের খামার প্রতিষ্ঠা পায়। যার সুবিধা অদ্যাবদি আমরা ভোগ করছি। প্রধান বক্তা জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, মেজর জিয়া মানে স্বাধীনতা ও বাংলাদেশ। মেজর জেনারেল জিয়াউর রহমান মানে সার্বভৌমত্ব রক্ষার কবজ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করা, ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে সব সময় রক্ষা করা। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, উন্নয়নের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের বাহক। বাংলাদেশকে নিয়ে যারা ৪৭ সালে বিরোধীতা করেছেন, ৭১ সালে গণহত্যা ও মুসলিম হয়ে মুসলিম মা-বোনদের পাকিস্তানী হানাদার বাহিনীদের কাছে তুলে দিয়েছেন তারা আজ আবারও দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি আরো বলেন, আমি আজ ৭১’র গণহত্যা ও ২০২৪’র গণহত্যার বিচার চাই। এই গণহত্যাকারীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর উদ্যোগে রোববার (১৬ নভেম্বর)  বিকেলে  তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক গোলাপ মঞ্জুর এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জে এম আনিসুর রহমান আনিস, শাখাওয়াত হোসেন আশিক প্রমুখ। আলোচনা সভা শেষে গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাসির দাবিতে তোপখানা ও প্রেসক্লাব রোডে বিক্ষোভ মিছিল করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে