সময় টিভি’র নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলার প্রতিবাদে কালিয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২টায় কালিয়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি গোলাম মোর্শেদ, বাংলা ভিশন ডিজিটাল ও দৈনিক জন্মভূমি’র জেলা প্রতিনিধি মোঃ বাবর আলী, দৈনিক আজকের পত্রিকার রাসেদ কামাল, দৈনিক জনবানীর হাচিবুর রহমান, এশিয়ান টিভির আমানত ইসলাম পারভেজ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ জিহাদুল ইসলাম, মনিরুজ্জামান চৌধুরী, মোঃ বাবলু মল্লিক, খাইরুল আলম চৌধুরী, রাসেল মোল্লা, মামুন মোল্লা, শেখ উজ্জ্বল চৌধুরী, জুয়েল রানা প্রমুখ।মানববন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা সাংবাদিক সজিবের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান। উল্লেখ্য, গত সোমবার (৩০ ডিসেম্বর) সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার নিজগ্রাম থেকে মোটরসাইকেলযোগে নড়াইলে ফিরছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপর পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিে হাতে, পায়ে ও পেটে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।