বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বগুড়ার আয়োজনে পুলিশ লাইন্স, বগুড়ায় অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ। মনোমুগ্ধকর ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এ অনুষ্ঠান ছিল মানবিকতা, সহযোগিতা ও উৎসাহ প্রদানের এক অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রমনা, ঢাকার সম্মানিত সভানেত্রী জনাব আফরোজা হেলেন। সভাপতিত্ব করেন পুনাক বগুড়ার সভানেত্রী জনাব ফারিহা বিনতে হক।
প্রধান অতিথি বক্তব্যে আফরোজা হেলেন বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। পুনাক পুলিশ পরিবারের সদস্যদের জন্য সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমও করে থাকে। এরই অংশ হিসেবে বগুড়ায় কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান এবং দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। তিনি পুনাক, বগুড়ার নানামুখী সেবাধর্মী উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পুনাকের সাধারণ সম্পাদিকা জনাব কানিজ ফাতেমা, কেন্দ্রীয় পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা পুনাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে সম্মানিত পুনাক সভানেত্রী বগুড়া পুনাক অফিস, টেইলার্স, স্টেশনারী ও শোরুম পরিদর্শন করেন এবং চলমান কার্যক্রমের প্রশংসা করেন। মানবিক সেবা, শিক্ষা উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে পুনাকের এই আয়োজন বগুড়ায় নতুন মাত্রা যোগ করেছে।