চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এ সময় চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ঢাকা থেকে আসছিল। সে হাশিমপুর ইউনিয়নস্থ ছৈয়দাবাদ এলাকার মরহুম মকলেছুর রহমানের ছেলে এবং পরিবারের পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করা হয়েছে।