মৎস্য অধিদপ্তর, সেনাবাহিনী ও কোস্ট গার্ড বরিশালের হিজলা উপজেলার যৌথ অভিযানে পাঙ্গাসের ছোট ছোট পোনা ধরার বিপুল পরিমান ফাঁদ (বর্শি) জব্দ করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-প্রথম দেখায় যেকোন ব্যক্তির মনে হবে বহু বছরের ঐতিহ্য বর্শি দিয়ে মাছ ধরা। কিন্তু কঠিন বাস্তবতা হলো এগুলো শুধু বর্শি নয়, হাজার হাজার ফাঁদ। যা দিয়ে পাঙ্গাশের ছোট ছোট পোনা ধরা হয়।
তিনি আরও জানিয়েছেন-মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার চর দূর্গাপুর অংশে যৌথ অভিযান পরিচালনা করে এসব পাঙ্গাসের পোনা ধরার বিপুল পরিমান ফাঁদ (বর্শি) জব্দ করা হয়েছে।
পাশাপাশি চারটি ট্রলারসহ তিনটি রাক্ষুসে বেহুন্দী জাল ও জালের সরঞ্জামসহ ১০টি লোহার এ্যাঙ্কর জব্দ করা হয়। রাক্ষুসে বেহুন্দী জালসহ সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া জব্দ চারটি ট্রলার পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম খলিল, কন্টিনজেন্ট কমান্ডার মাসুদ রানা পিও।