বরিশালের হিজলায় পাঙ্গাসের পোনা ধরার বড়শি জব্দ করেছে মৎস্য অধিদপ্তর, সেনাবাহিনী ও কোস্ট গার্ড। রোববার রাতে উপজেলার মেঘনা নদীর চরদুর্গাপুর এলাকা থেকে প্রায় ৪ হাজার বড়শি জব্দ করা হয়। হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম খলিল, হিজলা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মাসুদ রানা পিও অভিযানে নেতৃত্ব দেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, প্রথম দেখায় যেকোন ব্যক্তির মনে হতে পারে, বহু বছরের ঐতিহ্য বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে। কিন্তু এগুলো শুধু বড়শি নয়, জেলেদের তৈরি করা হাজার হাজার ফাঁদ। যা দিয়ে পাঙ্গাশের ছোট ছোট পোনা ধরা হয়। রোববার রাতে মেঘনা নদীর হিজলা উপজেলার চরদূর্গাপুর এলাকায় যৌথ অভিযানে এসব পাঙ্গাসের পোনা ধরার বিপুল পরিমান বড়শি (ফাঁদ) জব্দ করা হয় এবং রাতেই তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এর আগে রোববার বিকেলে মেঘনা নদীর চরদুর্গাপুর এলাকায় যৌথ অভিযানে চারটি ট্রলারসহ তিনটি অবৈধ বেহুন্দী জাল ও জালের সরঞ্জামসহ ১০টি লোহার নোঙর জব্দ করা হয়। বেহুন্দী জালসহ সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া ৪টি ট্রলার দরপত্রের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।