কুড়িগ্রামে পদোন্নতি বঞ্চিত ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি চলমান

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫, ০৪:৩২ পিএম
কুড়িগ্রামে পদোন্নতি বঞ্চিত ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি চলমান

কুড়িগ্রামে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষা ক্যাডার শিক্ষকদের ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি। ফলে কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা কলেজে এলেও বাড়িতে ফিরে গেছে। 

সারাদেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ ইউনিটের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

৩২তম থেকে ৩৭তম ব্যাচের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবি নিয়ে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে নিজ নিজ কলেজ চত্ত্বরে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগান সম্বলিত ব্যানার টাঙিয়ে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫তম বিসিএস এর বাংলা বিভাগের প্রভাষক মো: জাহাঙ্গীর আলম, মো: মমিনুল হক, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক চন্দন কুমার সরকার, মোস্তাফিজার রহমান প্রমুখ।

শিক্ষকরা জানান, সারাদেশে ৩২তম থেকে পরবর্তী ৬টি ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। দীর্ঘদিন ধরে প্রাপ্য পদোন্নতি না পাওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়ছেন তারা। প্রশাসনিক জটিলতা ও ফাইলে বিলম্বের কারণে তাদের পদোন্নতির গেজেট ঝুলে আছে। তাই দ্রুত সময়ের মধ্যে ন্যায্য পদোন্নতির আদেশ জারি শিক্ষকদের শ্রেণি কক্ষে পাঠদানে ফেরাতে সরকারের দৃষ্টি আকর্ষণ শিক্ষকরা। এদিকে চলমান এই কর্মসূচির কারণে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে