বাগেরহাটের মোল্লাহাটে কোদালিয়া নারী উন্নয়ন সংস্থার বার্ষিক অর্জন শেয়ারিং সভা, দ্বি-বার্ষিক সাধারণ সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সংস্থার নতুন অফিস ঘর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) চাউলটুরী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাপ্টিস্ট এইড বিবিসিএফ-এর মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প (এমসিওয়াইসিডিপি) এর কারিগরি সহযোগিতা এবং অস্ট্রেলিয়ান সরকার ও ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার অধীন ৭টি গ্রামের ৩৭টি সঞ্চয় দলের প্রায় ৮০০ মহিলা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, কোদালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম মিকু, সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত মোল্লা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া অনুষ্ঠানে ব্যাপ্টিস্ট এইড বিবিসিএফ (এমসিওয়াইসিডিপি) প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার স্বপন ডেভিড সাহা, লাইভলিহুড সুপারভাইজার যোহন বিশ্বাসসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সঞ্চয় দলের কার্যক্রম, নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে শিশুদের অগ্রগতি এবং সমাজ উন্নয়নে প্রকল্পের বিভিন্ন অর্জন তুলে ধরা হয় সভায়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা প্রদান এবং সংস্থার নতুন অফিস ঘর উদ্বোধন করা হয়।