সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর - বেনাপোল মহাসড়কের বেনেয়ালি নামক স্থানে মস্তিষ্ক বিকৃত অজ্ঞাত (৩৬) ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, অজ্ঞাত ব্যাক্তি রাস্তা পারাপার হতে গিয়ে ড্রাম ট্রাকের (ঢাকা মেট্রো ন- ১১- ৯৫৪৬) ধাক্কায় নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মস্তিষ্ক বিকৃত অজ্ঞাতনামা (৩৬) ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যশোর বেনাপোল মহাসড়কের যশোর গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ন -১১ - ৯৫৪৬) বেনেয়ালি নামক স্থানে তাকে ধাক্কা দেয়। অজ্ঞাতনামা ব্যক্তিটি রাস্তা পার হচ্ছিলেন। ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাক আটক করেছেন।
নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিরাজ হোসেন জানান, অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ঘাতক ট্র্যাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গিয়েছেন।