ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ কুড়িগ্রাম ৪ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমানের সাথে মত বিনিময় সভা করেছে রাজিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
সোমবার বাদ আসর থেকে এশা পর্যন্ত রাজিবপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অধ্যাপক মোখলেছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের কাণ্ডারি আলহাজ্ব আজিজুর রহমান।
তিনি বলেন,আমি আপনাদের নেক দোওয়ায় ধানের শীষের এবং তারেক জিয়ার সম্মান রক্ষা করতে চাই। নির্বাচিত হয়ে আপনাদের সাথে নিয়ে এলাকার কাজ করতে চাই। আপনারা ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং ধানের শীষকে জয়যুক্ত করবেন। তারেক জিয়াকে জয়যুক্ত করবেন।
রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান বলেন,আমিও ধানের শীষের মনোনয়ন নিতে দীর্ঘ দিন কাজ করেছি। বিএনপি করার কারনে মামলায় জেল খেটেছি,অর্থের ক্ষতি করেছি।আমি মনোনয়ন পাইনি তাতে আপত্তি নেই। তবুও আমি নিরলস কাজ করে যাবো ধানের শীষের জন্য। তবে রৌমারী থেকে মমতাজ বেগম লিপি দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন করে মনোনয়ন চেয়ে বিভিন্ন মিছিল মিটিং করছে এবং দলীয় শৃংখলা নষ্ট করছে এর তীব্র নিন্দা করছি।
রৌমারী বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক বলেন, আমি মনোনয়ন প্রার্থী ছিলাম। কেন্দ্রের সিদ্ধান্তকে মেনে নিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো এবং ধানের শীষকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।
রাজিবপুর বিএনপির সাধারন সম্পাদক আব্দূল হাই সরকার বলেন আপনারা সকলেই হিংসা বিদ্বেষ ভূলে গিয়ে দলের জন্য কাজ করবেন। , রৌমারী বিএনপির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রনজু বলেন,মমতাজ বেগম লিপি, সে জাতীয় পার্টী জাপা সাবেক এমপি গোলাম হোসেন এর মেয়ে এবং জেপি এমপি রহুল আমিন এর ভাতিজি,২ ভাই আওয়ামীলীগের দোসর অথচ সে মনোনয়ন চান। সে একাই বিএনপি করে। সে কাদের নিয়ে বিএনপি করে। রাজিবপুর,চিলমারী ও রৌমারীর কোন দলীয় নেতৃবৃন্দের সাথে তার কোন সম্পর্ক নেই। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়া বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন,ছাত্রদল সভাপতি মোখলেছুর রহমান ও রৌমারী, রাজিবপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।