শ্রীমঙ্গলে জনতা ব্যাংকে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০২:০০ পিএম
শ্রীমঙ্গলে জনতা ব্যাংকে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

শ্রীমঙ্গলে জনতা ব্যাংক পিএলসি’র শ্রীমঙ্গল শাখায় ‘প্রকাশ্যে কৃষি ঋণ ও পল্লী ঋণ বিতরণ’ শীর্ষক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের মৌলভীবাজার সড়কে অবস্থিত জনতা ব্যাংক ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন। মৌলভীবাজার এরিয়ার উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সভায় শাখা ব্যবস্থাপক সরাসরি বিভিন্ন কৃষকের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং ব্যাংকের সেবাসমূহ সম্পর্কে পরামর্শ দেন। এ সময় তিনি কয়েকজন কৃষকের মাঝে তাৎক্ষণিকভাবে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেন এবং কিছু ঋণের কিস্তি আদায়ও সম্পন্ন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অফিসার হেমন্ত কুমার সিংহ, সিনিয়র অফিসার প্রীতম দেবনাথ, অফিসার উর্মিলা রায়সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ঋণ বিতরণকালে শাখা ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, 'কৃষক ও স্থানীয় উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে জনতা ব্যাংক সবসময় পাশে আছে এবং থাকবে'।

আপনার জেলার সংবাদ পড়তে