কিশোরগঞ্জ এর বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বড়খাটুলা হাওড়ে রাজনৈতিক একদল দুর্বৃত্ত গত ০৪-০৫ দিন ধরে রাতের বেলায় ঝিলন মিয়া ও মিলন মিয়ার জমি থেকে ৩-৪ ফুট গর্ত করে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ইউনিয়নের একজন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থেকে এই দুর্বৃত্তমহলটি তার লোকজনেরা অবৈধভাবে দাপট দেখিয়ে রাতের আধারে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। জমির মালিক মিলন মিয়া তাদের ভয়ে কোন কিছু বলতে পারছে না। এ বিষয়টি গত রাতে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাজিতপুর থানাকে লিখিতভাবে অবহিত করলেও এখনও পর্যন্ত এর কোন সোরাহ হচ্ছে না বলে তাদের অভিযোগ। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ বলেন, বিষয়টি দ্রত খতিয়ে দেখবেন বলে উল্লেখ করেন। মিলন মিয়ার অভিযোগ প্রশাসনকে জানালেও এর কোন সোরাহা হচ্ছে না।