মান্দায় আগুনে পুড়ল চার বসতবাড়ি

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০২:৫৯ এএম
মান্দায় আগুনে পুড়ল চার বসতবাড়ি

নওগাঁর মান্দায় আগুনে পুড়ে ছাই হয়েছে চার পরিবারের বসতঘর। আজ শনিবার দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের ঠনঠনিয়াপাড়া গ্রামের আগুনের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে ঠনঠনিয়াপাড়া গ্রামের মজিবর রহমান, মমতাজুল ইসলাম, মেহেরজান বিবি ও সাইফুল ইসলাম। তাদের দাবি, আগুনে অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মজিবর রহমান বলেন, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ করে রান্নাঘরের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে চারটি বসতঘরসহ বাড়ির সমুদয় মালামাল পুড়ে যায়। নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, মজিবর রহমানের বাড়িতে লাগা আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও কোনো মালামাল রক্ষা করা যায়নি। এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, বিষয়টি জেনেছি। আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে