দিনাজপুর জেলার বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে বুধবার মানববন্ধন ও সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১৮ নভেম্বর) পেশাজীবি ঐক্য ফ্রন্ট সাংবাদিক সম্মেলন করেছে। স্থানীয় ঢাকা মোড়ে সংবাদ সম্মেলনে পেশাজীবি ঐক্য ফ্রন্টের আহবায়ক রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাবেক সভাপতি আকরাম হোসেন, সাবেক ভিপি গোলাম মোরশেদ, সংগঠক মাহমুদুল হক মানিক প্রমূখ।