রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আড়ানী পৌর বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয়দের উদ্দ্যোগে আয়োজিত মানববন্ধনে আড়ানী পৌর জামায়াতে ইসলামীর সভাপতি ও সহকারী অধ্যাপক মনিরুল আজম জিঞ্জুর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ আলী, আব্দুল আজিজ, আফাজ উদ্দিন, দুলাল উদ্দিন, মুক্তার হোসেন, তানভীর আহমেদ, চাঁদ মিয়া, রাহান আলী, তুহিন আলী, আমিনুল ইসলাম, বাবুল মোল্লা, নুর মোহাম্মদ, নয়ন মনি, কবীর হোসেন প্রমুখ। এ বিষয়ে ব্যবসায়ীদের সুবিধার্থে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা ব্যাংক স্থাপনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি করে আড়ানী পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ আলী বলেন, দীর্ঘদিন থেকে এখানে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শাখা রয়েছে। এখানে এজেন্ট ব্যাংক নয়, পূর্ণাঙ্গ শাখা ব্যাংক স্থাপনের জোর দাবি করেন।