নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগ

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০৫:২১ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগ

নোয়াখালীতে মোঃ শাহজাহান নামে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।  তার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেশীয় অস্ত্র ও হ্যামার দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। যা মধ্যযুগীয় নির্মমতাকে ও হার মানায়। আহত শাহজাহান এর বাড়ী বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। বাড়ির রাস্তার উপরে থাকা একটি গাছ কাটা কে কেন্দ্র করে তার চাচা একরাম উল্লাহর সাথে মতবিরোধ হয়। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে শাহজাহান মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে একরাম উল্লার দুই ছেলে মামুন ও পলাশ তার গতিরোধ করে চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র ও হ্যামার দিয়ে পিটিয়ে গুরুতর যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে  তাকে মঙ্গলবার চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো   হয়। 

 শাহজাহানের পিতা নুরুল আমিন ও চাচা একরাম উল্লার সাথে দীর্ঘদিন যাবত সম্পত্তির বিরোধ চলে আসছে।সালিশি বৈঠকে বারবার সমাধান করা হলেও একরাম মানতে চায় না। তারা প্রভাব খাটিয়ে ইচ্ছেমতো জায়গা দখল করে রেখেছে বলে জানা গেছে। এই ধরনের নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শাহজাহানের পরিবার ও এলাকাবাসী। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রহমান জানান অপরাধীদের ধরার চেষ্টা চলছে। 

আপনার জেলার সংবাদ পড়তে