রাজশাহী নগরীর রাজপাড়া থানার নজরুল ইসলাম রোড সিএন্ডবি মোড় এলাকায় ছিনতাইয়ের সময় হাতে-নাতে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল। মঙ্গলবার (১৮ নভেম্বর) র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সোমবার বিকেল সোয়া ৩টার দিকে নাহার’স মেকওভার-এর সামনে পাঁকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন রিয়াজুল ইসলাম (৩১)। তিনি দূর্গাপুর থানার তিয়ারপুরি লক্ষীপুর এলাকার বাসিন্দা মুনসুর ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মহানগরের টিকাপাড়া এলাকায় সমাজানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অভিযানকালে তার কাছ থেকে ছিনতাই হওয়া নগদ চার হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়। র্যাব জানায়, রিয়াজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেন। র্যাবের দাবি, তিনি ও তার সহযোগী পলাতক সদস্যরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মহানগর ও আশপাশের এলাকায় দেশীয় ধারালো অস্ত্র টিপ ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই করে আসছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি অত্যন্ত দুর্র্ধষ ও খারাপ স্বভাবের; ছিনতাই ছাড়া আর কোনো পেশা তার নেই। ভবঘুরে জীবনযাপনই তার অভ্যাস। গ্রেপ্তার রিয়াজুল ইসলামকে রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।