ইসলাম কারোর দুশমন নয়, শান্তির ধর্ম : মাওঃ ফজলুর রহমান

এফএনএস (জি এম ফারুক আলম, মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ পিএম
ইসলাম কারোর দুশমন নয়, শান্তির ধর্ম : মাওঃ ফজলুর রহমান

পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও সাবেক বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইসলাম কারো দুশমন নয়; ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম মানুষের আক্বিদা ও অধিকার নিশ্চিত করে। মহান আল্লাহ যাকে দ্বীনের কাজে লাগালো তিনি বড় সৌভাগ্যবান। দেওবন্দ একটি বৈশ্বিক তথা আন্তজার্তিক নজীয়া, কিন্তু বুঝের অভাবে দিনকে দিন সেইটা করে ফেলা হচ্ছে। সোমবার যশোরের মণিরামপুরের মাদানিনগর জামেয়া ইমদাদিয়া মাদ্রাসায় (বালক-বালিকা) উলামায়ে ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব বক্তব্য রাখেন।

জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, আজ জমিয়তের মুল আক্বিদা হতে অনেকেই সরে গিয়ে দ্বীনের কাজ ছোট করে ফেলছে। যা আমাদের সকলের জন্য ক্ষতি। 

মাদ্রসার শাইখুল হাদিস মুফতি হুসাইন আহমাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি জেনারেল ও ন্যাশনাল এ্যাসেম্বলির সদস্য মাওলানা আব্দুল গফুর হায়দারি, ভারতের জমিয়ত নেতা মাওলানা মওদুদ মাদানী, মাওলানা ড. গোলাম মহিউদ্দীন ইকরাম। এছাড়া উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসি জমিয়ত নেতা আহমাদুল হক, খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওরানা মুশতাক আমাদ, মাওলানা আনয়ারুল করীম যশোরী, মাওলানা নাসিরুল্লাহ প্রমূখ। 

আলোচনা সভার পূর্বে হেলিকপ্টারে চড়ে তিনি মাদ্রাসায় আসেন। পরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব সাবেক সংসদ সদস্য প্রয়াত মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জন্য দোয়া করেন প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে