নির্বাচনে তরুণ প্রজন্মই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে : চাঁদ

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ পিএম
নির্বাচনে তরুণ প্রজন্মই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে : চাঁদ
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, দেশের তরুণ প্রজন্ম এখন রাজনীতিতে আরও সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখছে। তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। “আমি বিশ্বাস করি, তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে আয়োজিত ‘৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও ধানের শীষকে বিজয়ী করা লক্ষ্যে তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে আবু সাইদ চাঁদ বলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির লক্ষ্য স্পষ্ট গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। বিএনপি সবসময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে ও দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে নিবেদিতভাবে কাজ করছে। তিনি আরও বলেন,“দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও রাজপথ ছাড়েননি। তারা প্রমাণ করেছেন, বিএনপিকে দমিয়ে রাখা যায় না। যারা কঠিন সময়ে সংগঠনকে ধরে রেখেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।” বিএনপির এই প্রার্থী বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. পলাশ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন। আরও বক্তারা বলেন, তরুণদের নেতৃত্বে এই আসনে বিএনপির সংগঠন আরও শক্তিশালী হয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।
আপনার জেলার সংবাদ পড়তে