সোনারগাঁয়ে প্রচণ্ড শীতে জনজীবনে দূর্ভোগ

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : : | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৫, ০১:১২ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
সোনারগাঁয়ে প্রচণ্ড শীতে জনজীবনে দূর্ভোগ

সোনারগাঁয়ে প্রচণ্ড শীতে জনজীবন জবুথবু হয়ে পড়েছে। রাতে কুয়াশার ঘনত্ব বেশি থাকার কারণে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবন। শৈত্যপ্রবাহের কারণে গত দু'দিন যাবত সোনারগাঁয়ের কোথাও সুর্যের আলো দেখা যায়নি। জরুরী প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষদেরকে তেমন একটা ঘরের বাইরে বের হতে দেখা যায়নি। শীতের তীব্রতার কারণে নিম্ন আয়ের মানুষকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রিক্সা ও অটোরিক্সা চালক, গুদারা নৌকার মাঝি, দিনমজুর সহ বিভিন্ন পেশার মানুষ। শীত বস্ত্রের অভাবে কষ্টে দিন কাটছে অসহায় মানুষদের। এদিকে শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্তের পরিমাণ। প্রতিদিনই উপজেলা সরকারী ও বেসরকারী হাসপাতালগুলোতে জ্বর, সর্দি-কশি, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে