চলে গেলেন বীরশ্রেষ্ঠর বড় বোন আলেয়া

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ১২:০৯ পিএম
চলে গেলেন বীরশ্রেষ্ঠর বড় বোন আলেয়া

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামের কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোন রাহানুর বেগম আলেয়া আর নেই।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বরিশাল কাশিপুরস্থ বাংলাদেশ সেনাবাহিনীর দেয়া বীরশ্রষ্ঠ স্মরনিকা বাসভবনে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার স্বামী বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা মরহুম সেকান্দর আলী ফরাজী ছিলেন নৌ-বাহিনীর অফিসার।

ওইদিন (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের পর মরহুমার জানাজা শেষে বাহেরচর গ্রামের পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে