নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বদলির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারী। বদলি হওয়া আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ নাজমুল হুদা। তিনি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে ওই হাসপাতালে কর্মরত ছিলেন। তাকে বদলি করা হয়েছে পঞ্চগড় সদর হাসপাতালে সহকারী সার্জন হিসেবে। তবে তিনি বদলির আদেশ স্থগিত করার জন্য চেষ্টা তদবির অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বদলি আদেশের খবর ছড়িয়ে পড়ায় হাসপাতালে কর্মরতদের মাঝে একটা খুশির আমেজ লক্ষ্য করা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা ও কর্মচারী অভিযোগ করেন,বিগত সরকারের আমলে তিনি এই হাসপাতালে দলীয় তদবিরে আবাসিক মেডিকেল অফিসারের পদটি বাগিয়ে নেন। কিন্তু তিনি দায়িত্ব পালনে ছিলেন অনিয়মিত। এমনকি আবাসিক মেডিকেল অফিসারের বাসায় না থেকে ডরমেটরিতে পরিবার নিয়ে বসবাস করেন। এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত থেকেছে পাঁচ বছর। অংকের হিসেবে কমপক্ষে সরকার সাত লাখ টাকা ক্ষতির শিকার হয়েছে। এ ছাড়াও ওই কর্মকর্তা তার অধিনস্তদের প্রায় সময় মানসিক চাপে রাখতেন। এমন অভিযোগ হাসপাতালের একাধিক ব্যক্তির।
এ নিয়ে ডা.নাজমুল হুদার সাথে কথা হলে তিনি তার বদলির বিষয়টি নিশ্চিত করেন।