নাটোর-১ আসনে বিএনপি'র প্রার্থী পুতুলের নির্বাচনী প্রচারণায় তারুণ্যের জোয়ার

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:২৫ পিএম
নাটোর-১ আসনে বিএনপি'র প্রার্থী পুতুলের নির্বাচনী প্রচারণায় তারুণ্যের জোয়ার

"তারুণ্যের সকল ভোট- ধানের শীষের পক্ষে হোক" শ্লোগান নিয়ে নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি' মনোনীত প্রার্থী নাটোর জেলা বিএনপির আহ্বায়ক,  বিএনপি'র মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী  প্রচারণায় তারুণ্যের জোয়ার। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।তারুন্যের এই বিশাল মিছিলে তরুণরা ধানের শীষ ধানের শীষ স্লোগানে মুখরিত করে তোলে। 

লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে থেকে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে সাবেক মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে হাতে ধানের শীষ,  ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্র সহ আনন্দ মিছিল বের করেন। মিছিলটি লালপুর ত্রিমোহিনী চত্বর সহ হাসপাতাল- থানা গেট প্রদক্ষিণ করে লালপুর হল মোড় চত্বরে সমবেত হয়। 

লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি'র সাবেক  আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন।

সমাবেশে বক্তারা দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলছুট নেতা কর্মীদের উদ্দেশ্য আহবান জানান। 

তারা বলেন- যারা বিএনপি, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,  খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ মানেন, দলকে ভালবাসেন, তারা কখনো দলের বাইরে গিয়ে কাজ করতে পারে না। আপনারা যে- বিএনপি'র সাচ্চা কর্মী তা প্রমাণ করতে আগামীকাল থেকে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে প্রমাণ করবেন। অন্যথায় বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের ক্ষমা করবেন না।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাড.  মোস্তাফিজুর রহমান রিপন,

লালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী,   উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক।

আপনার জেলার সংবাদ পড়তে